আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সারাবিশ্বে করোনা মহামারীতে ২৫ লাখ লোক মারা গেছে। আমরা আর কাউকে হারাতে চাই না। করোনার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। এসময় মন্ত্রী সবাইকে করোনাভাইরাসের টিকা নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আপনাদের সাহসে প্রধানমন্ত্রী সাহসী হয়েছে। পদ্মাসেতু বাংলাদেশের মানুষের অর্থে নির্মাণ করা হয়েছে। কারও কাছ থেকে টাকা নিতে হয়নি। বাংলাদেশের অর্থনীতির মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। ২০৪১ সালে বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নত দেশ হিসেবে পরিচিত করে দিবো।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন বা পরিবর্তন করার বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কি না এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, আপনারা কিছু দিনের মধ্যে দেখতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ- আলম, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন বাবুল, সেলিম ভূইয়া, ঢাকার গুলশান অঞ্চলের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত