সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে মারার সামর্থ্য নেই কারো। সৃষ্টিকর্তা তার কারিশমা ফের দেখালেন। ট্রেনের তলায় পড়েও দৈব বলে বেঁচে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ২০১৩ সালের ২৮ ডিসেম্বরের। কিন্তু ঘটনাটির ভিডিও সম্প্রতি আপলোড করা হয়েছে একটি ওয়েবসাইটে।
ঘটনাটি ঘটে নিউ ইয়র্কের একটি সাবওয়েতে। স্টেশনের এক লাইনে পড়ে গিয়েছিলেন এক যাত্রী। তখন একটি ট্রেনও স্টেশনের দিকে আসছিল। সাবওয়েতে উপস্থিত কয়েকজন আপ্রাণ চেষ্টা করেছিলেন তাকে রেল লাইন থেকে তুলে আনার। কিন্তু ট্রেন খুব কাছে চলে আসাতে নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে তড়িঘড়ি সরে যান তারা। পরের ঘটনা কোনো রুদ্ধশ্বাস হলিউডি ছবির থেকে কম বললে ঘাটতি হবে।
ট্রেন স্টেশন ছেড়ে চলে যাওয়ার পরে দেখা যায় এক ব্যক্তি আছেন অক্ষত শরীরেই! তবে এর মধ্যে একটি টুইস্টও আছে। এই রুদ্ধশ্বাস ঘটনাটি যখন ঘটছিল তখন তা ক্যামেরাবন্দি করছিলেন ওই ব্যক্তিরই এক বন্ধু। পরে সেই ভিডিও তিনি আপলোড করেন যাতে ঘটনার সত্যতা নিয়ে কারো মনে কোনো সন্দেহ না থাকে! মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের তরফ থেকে এক মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।