১২ মে লোকসভার নির্বাচনের শেষ দফায় ভোট দিলেই মিলবে পেট্রোল ও ডিজেলে বিশেষ ছাড়। আঙুলে ভোটের কালি দেখালেই সোমবার রাজ্যের ৩৭৫টি পেট্রোল পাম্পে এ ছাড় পাওয়া যাবে। ভোটের দিন নিজের গাড়ি নিয়ে ভোট দিতে যান, আর পেয়ে যান প্রতি লিটার জ্বালানিতে ৫০ পয়সা ছাড়। ব্যক্তিগত বা বানিজ্যিক- দু'ধরনের গাড়িতেই এই ছাড় মিলবে। শনিবার এ কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ কোলে।
তিনি জানিয়েছেন, ভোটের দিন তাঁদের সংগঠনের আওতায় থাকা ৩৭৫টি পেট্রোল পাম্পে এই ছাড় মিলবে। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত প্রতি লিটার জ্বালানিতে এই ছাড় মিলবে। তবে এই ছাড় পেতে আপনার আঙুলে থাকতে হবে ভোটের কালি।
আগামীকাল সোমবার রাজ্যের ১৭টি কেন্দ্রে শেষ দফার ভোট। কলকাতা উত্তর ও দক্ষিণ, দুই ২৪ পরগনা, যাদবপুর, ব্যারাকপুর, দমদম, রানাঘাটসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোটের ফলাফলের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।