কোন একটি বাচ্চা মেয়ে নির্জনে বসে কাঁদছে। পাশ দিয়েই যাচ্ছেন আপনি। আপনার হয়তো কাছে যাওয়ার ইচ্ছে জাগবে।
কান্নার কারণ জানতেই আপনার পিলে চমকে যেতে পারে। সে তো মানুষ নয়, 'ভূত'!
ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেল ঠিক এমনই কান্ড ঘটিয়েছে। একটি বাচ্চা মেয়েকে ভূত সাজিয়ে মানুষের প্রতিক্রিয়া রেকর্ড করছিল চ্যানেলটি।
ভিডিওটিতে দেখা যায়, রাস্তার পাশে বসে মাথা নিচু করে একটি মেয়ে কাঁদছে। পথচারীরা মেয়েটিকে রাস্তার পাশে কাদতে দেখে তার কাছে যায়। পথচারীদের দেখে সে তার মাথা তোলে। তাতে দেখা যায় রক্তে মাখা বিকৃত একটি মুখ, তীক্ষ চোখ আর কুচকুচে কালো দাঁত।
পথচারীদেরই তাড়া করছে ভূতের বাচ্চাটি। বেচারা পথচারীদের যায়যায় অবস্থা। এ দৃশ্যের ভিডিওটি ঠিক এমনই।
অনলাইনে ছাড়ার পর ভিডিওটি দেখার হিড়িক পড়েছে। এরই মধ্যে দুই মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলছে।