নিজের স্ত্রীকে খুন করল স্বামী। তাও আবার প্রেমিকাকে সঙ্গে নিয়ে। এখানেই শেষ নয়। অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয় স্ত্রীর মুখ। প্রেমিকার বন্ধুর সাহায্যে টুকরো টুকরো করা হয় দেহ। এরপর দুভাগে ট্রলি এবং বেডিংয়ে দেহ ভরে ফেলে দেওয়া হয় শিয়ালদা স্টেশনে। নৃশংস এই ঘটনা ঘটেছে ভারতের লেকটাউনে। অভিযুক্ত স্বামী ও তার প্রেমিকা এবং প্রেমিকার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
লেকটাউনের বাসিন্দা জয়ন্তী দেব বেশ কিছুদিন ধরেই স্বামীর থেকে আলাদা থাকতেন। স্বামী সুরজিত দেবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল তাঁর। সুরজিত একটি রাষ্ট্রায়ত্ব সংস্থার কর্মী । তাঁদের একটি বছর আঠারোর মেয়ে রয়েছে। বিরাটির বাসিন্দা লিপিকা পোদ্দারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুরজিত দেবের।
তবে সম্প্রতি ফের কাছাকাছি আসছিলেন জয়ন্তী -সুরজিত। আঠারো তারিখ মেয়েকে নিয়ে সুরজিত জয়ন্তীর লেকটাউনের ফ্ল্যাটে আসেন। তার পরেই ঘটে যায় সেই নৃশংস ঘটনা।