পাঁচ বছর ধরে লিভ টুগেদার করার পর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে জয়পুরের কটেবানগরের এক তরুণী । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে প্রেমিক তাকে ধর্ষণ করেছে বলে অভিয়োগ ২২ বছরের ওই তরুণীর।
পুলিশ মঙ্গলবার জানিয়েছেন, নির্যাতিতা যুবতী শ্যামনগর থানায় সোমবার রাতে তার প্রেমিক সুমন প্রকাশ যাদবের বিরুদ্ধে পাঁচ বছর লিভ-ইন রিলেশনে থাকাকালীন ধর্ষণ, মারধর ও গত ২৫ মে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে৷ নির্যাতিতার অভিযোগ অনুসারে যাদব বিবাহিত ও সে নির্যাতিতাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে৷
পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩২৩ ও ৩৭৬ ধারায় সুমন প্রকাশের যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করেছে৷ মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়৷ আদালত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে৷ মামলার তদন্তে নেমেছে পুলিশ।