অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান একাদশ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ক্রিকেট বিশ্বে উন্মাদনা এখন তুঙ্গে। ঘরে-বাইরে সব বয়সী মানুষের মুখেই এখন ক্রিকেট নিয়ে আলোচনা বেশ সরব। তবে বিশ্বকাপ নিয়ে একেবারেই পাগলামি কিছু করেছেন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেট পাগল তরুণ। তারা সিডনির একটি অ্যাকোয়ারিয়ামে পানির নিচে হাঙরের সঙ্গে ক্রিকেট খেলেছেন। অার হাঙরের সঙ্গে তাদের এ খেলার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। এ নিয়ে ওয়েব দুনিয়ায় তাণ্ডব হচ্ছে।
৮ মার্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 'এ' গ্রুপের একটি ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এ ম্যাচ সামনে রেখেই ওই দুই তরুণ অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার জার্সি পরে অ্যাকোয়ারিয়ামে একটি নীল রঙের হাঙরের সঙ্গে ক্রিকেট খেলার মতো কিছু একটা করছে।
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ ২০১৫/শরীফ