বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ জাপানের মিসাও ওকাওয়ার জন্মদিন আজ। ১৮৯৮ সালের ৫ মার্চ ওসাকায় জন্মগ্রহণ করেন তিনি। আজ তার ১১৭ বছর পূর্ণ হয়েছে।
বিবিসি বলছে, ওকাওয়া তার পরিবারের সদস্যদের সঙ্গেই জন্মদিনের আগের দিনটি পালন করেছেন। বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো সময়ে তিনি বলেন, ১১৭ বছর খুব বেশি সময় মনে হচ্ছে না।
তিনি এখন ওসাকার একটি নার্সিংহোমে বাস করছেন। সাম্প্রতিক মাসগুলোতে তিনি একটু স্লথ হয়ে গেছেন এবং তার শ্রবণে সমস্যা হচ্ছে। ২০১৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচে বয়সী মানুষ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পান মিসাও ওকাওয়া।
বিডি-প্রতিদিন/৫ মার্চ,২০১৫/নাবিল