জাপানের একটি সুপরিচিত দ্বীপ অাওসিমা। দক্ষিণ জাপানের প্রত্যন্ত অঞ্চলে এটি অবস্থিত। অাওসিমা একটি জাপানি শব্দ যার অর্থ ‘নীল দ্বীপ’। জাপানের এই দ্বীপকে বিড়াল সেনাদের রাজ্য বা দেশ বলা যেতে পারে। সারাদিন সেখানে ১২০টিরও বেশি বণ্য বিড়াল ঘুরে বেড়ায়। এই দ্বীপের বিড়ালগুলো অল্প সংখ্যক মানুষের সঙ্গ ও ভালোবাসা পায়।
মূলত বিড়ালগুলোকে এই দ্বীপে আনা হয়েছিল জেলেদের নৌকায় লুকিয়ে থাকা ইঁদুর শিকারের জন্য। এখন ওই দ্বীপে বিড়ালের সংখ্যা মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। প্রতি ৬টি বিড়ালের বিপরীতে এখানে একজন মানুষ বাস করে।
অাওসিমা দ্বীপটির স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের মূল ভূখণ্ডে কাজ করতে চলে যান। আর পেনশনভোগী অভিবাসীরা এখানে থেকে যান। কিন্তু বিড়ালগুলোর সবই এখানে থেকে যায় এবং তাদের সংখ্যা দ্বিগুণ হয়ে ওঠে। আর এভাবে তারা দ্বীপটিতে মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যায়। খবর মেইল অনলাইনের
বিডি-প্রতিদিন/ ৬ মার্চ ২০১৫/শরীফ