নিজের মেয়ের সন্তানকে জন্ম দিলেন ৬১ বছরের এক বৃদ্ধা! চিকিত্সাবিজ্ঞানে দুর্লভ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের চেন্নাইয়ে। গত বছরের নভেম্বরে একটি সন্তানের জন্ম দেন ওই বৃদ্ধা। ভারতের সংবাদ মাধ্যম এই সময়ের এক খবরে জানা যায়, সারোগেসি পদ্ধতির মাধ্যমে মেয়ের সন্তানকে গর্ভ ধারণ করেন ওই বৃদ্ধা। সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে জন্ম হয় সুস্থ শিশুটির।
চেন্নাইয়ের বাসিন্দা ওই বৃদ্ধার মেয়ে বিয়ের পরপরই গর্ভ ধারণ করেছিলেন। কিন্তু ৭ মাস পর গর্ভপাত হয়ে যায়। তখন প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার ইউটেরাস কেটে বাদ দিতে বাধ্য হন ডাক্তাররা। এর ২ বছর পর সারোগেট মাদারের শরণাপন্ন হন তিনি। কিন্তু ৮ লাখ টাকা খরচের পরও ব্যর্থ হন তারা। পরে পরিবারের কারোর মাধ্যমে সারোগেসি পদ্ধতির সাহায্য নিতে তাদের পরামর্শ দেন চেন্নাইয়ের আকাশ ফার্টিলিটি সেন্টার ও হাসপাতালের চিকিত্সকরা।
সন্তান লাভের চেষ্টায় বিধ্বস্ত মেয়ের মুখে হাসি ফোটাতে অবশেষে এগিয়ে আসেন তার মা। বহু বছর আগেই মেনোপজ হয়ে যাওয়া ওই বৃদ্ধার দেহে হরমোন ইনজেকশন দিয়ে কৃত্রিমভাবে ঋতুচক্র শুরু করানো হয়। ৯ মাস পর ২.৭ কেজির একটি শিশুকন্যার জন্ম দেন তিনি। শুধু তাই নয়, প্রথম ৪ মাস শিশুটিকে স্তন্যপানও করিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ ২০১৫/শরীফ