দিনের আলোকে কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকার ঘড়ির কাঁটা ৮ মার্চ রবিবার ভোর রাত ২টা থেকে এক ঘন্টা এগিয়ে দেওয়া হয়েছে। ২টার সময় ৩টা বাজানো হয়েছে। শুরু হয়েছে ‘ডে লাইট সেভিংস টাইম।’ তবে আরিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া গুয়াম, পর্টোরিকো এবং ভার্জিন আইল্যান্ডের ঘড়ির কাঁটা একইস্থানে রয়েছে। নভেম্বরের প্রথম রবিবার ভোর রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ‘স্ট্যান্ডার্ড টাইম’-এ প্রত্যাবর্তন করা হবে। নয়া এ সময়সূচি অনুযায়ী বাংলাদেশে যখন রাত ১০টা বাজবে, নিউইয়র্কে তখন হবে বেলা ১২টা।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ ২০১৫/ এস আহমেদ