বিশ্বের বিভিন্ন প্রান্তে সারাবছর নানা মেলার আয়োজন করা হয়, কিন্তু কখনো কি শুনেছেন বউ-শাশুড়ির মেলার কথা! অবিশ্বাস্য হলেও সত্য ব্যতিক্রমধর্মী এমনই একটি মেলার আয়োজন করা হয় বাংলাদেশের লালমনিরহাটে।
জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন পরিষদ চত্বরে রবিবার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। তবে নাম বউ-শাশুড়ির মেলা হলেও এটা শুধু বউ-শাশুড়িকে নিয়েই নয়, সঙ্গে ছিল আরও বেশকিছু অনুষঙ্গ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ অদ্ভুত এই মেলার আয়োজন করেন।
মেলায় খেলনাসামগ্রী ও মণ্ডা-মিঠাইয়ের স্টলের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে উপজেলার সিংগীমারী গ্রামের আবু বরকতের স্ত্রী আঞ্জুমান আরাকে আদর্শ শাশুড়ি ও একই গ্রামের আমির হোসেনের স্ত্রী বিউটি বেগমকে আদর্শ বউ ঘোষণা করা হয়।
ইউপি চেয়ারম্যান এম জি মোস্তফা বলেন, ‘আমাদের দেশে অনেক ধরনের ঐতিহ্যবাহী মেলা হয়। পিঠামেলা, বৈশাখী মেলা, কৃষিমেলা ইত্যাদি। এসব মেলা গতানুগতিক। এবার আমরা এ সব মেলার সঙ্গে মিল রেখে সেখানে কিছুটা নতুনত্ব আনতে চেয়েছি।’
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৫/মাহবুব