'রাখে আল্লাহ মারে কে'! - এ কথাটাই যেন ফের সবাইকে স্বরণ করিয়ে দিল যুক্তরাষ্ট্রের ঘটনাটি। যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যে গত শুক্রবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে স্প্যানিশ ফর্ক নদীতে পড়ে যায় একটি প্রাইভেটকার। গাড়িতে মায়ের সঙ্গে ছিল ১৮ মাস বয়সী একটি কন্যাশিশু। পরদিন শনিবার বিকেলে ওই গাড়ীর ভেতর থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। অবশ্য মায়ের প্রাণস্পন্দন ততক্ষণে বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) বিকেলে শিশুটিকে জীবিত উদ্ধারের পর উতাহজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে রাজ্যের রাজধানী সল্ট লেক সিটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে নদীতে ডুবন্ত ওই প্রাইভেটকারটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এক জেলে। খবর পেয়ে তিন পুলিশ কর্মকর্তা ও চার দমকলকর্মী এসে শিশুটিকে উদ্ধার করেন।
এসময় ওই প্রাইভেটকারের চালকের আসনে বেল্ট বাঁধা অবস্থায় ২৫ বছর বয়সী এক নারীর লাশও উদ্ধার করা হয়। লিন গ্রোয়েসবেক নাম্নী স্প্রিংভিলে শহরের ওই নারী শিশুটির মা বলেই ধারণা করা হচ্ছে।
তদন্তকারীরা মনে করছেন, শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সড়কে সিমেন্টে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগার পর নদীতে পড়ে যায় মা-মেয়েকে বহনকারী প্রাইভেটকারটি। তবে গাড়িটি পুরোপুরি ডুবে না যাওয়ায় যতটুকু বাতাস ছিল তাতে শিশুটি বেঁচে আছে।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ ২০১৫/এস আহমেদ