চীনের সাংহাইয়ে অদ্ভূত নীল মানুষের দেখা পাওয়া গেছে। গত মাসে দেশটির রাস্তায় এই অদ্ভূত নীল মানুষের দেখা পাওয়া গিয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, সেই নীল মানুষটি নগ্ন পুতুল মডেল নিয়ে রাস্তা পার হচ্ছে। তবে সেটি খুব একটা স্পষ্ট ছিল না। যারা এই নীল মানুষটিকে দেখেছেন তারা অনেকটা অবাক হয়ে গিয়েছিলেন। এরপর তারা পুলিশকে এই কথা জানান।
রাস্তায় লাগানো ওই সিসিটিভি ফুটেজ পরীক্ষার পর স্পষ্টভাবে কিছু বোঝা না গেলেও নীল মানুষটিকে দেখা গিয়েছিল। তবে তখন এক ওয়েবসাইটে প্রকাশিত হয় বন্ধুদের সঙ্গে জুয়ায় হেরে যাওয়ার পর নগ্ন হয়ে রাস্তায় ঘোরার চ্যালেঞ্জ নিয়ে ওই যুবক নীল রঙে নিজেকে রাঙিয়ে ওভাবে নগ্ন হয়েছিলেন। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৫/ রোকেয়া।