বিভিন্ন কাজে কিংবা ভ্রমণের জন্য অনেকে দেশের বাইরে যান। আর এজন্য তাকে চড়তে হয় বিমান। তবে সাবধান, বিমান যাত্রার আগে ভুলেও শৌচালয় ব্যবহার করার সময় উলঙ্গ হবেন না। আর যদি হন তবে তাহলে আপনাকে হাজতবাস করতে হবে।
সোমবার থাইল্যান্ড প্রশাসন সূত্রে এমনটাই জানানো হয়েছে। নেপথ্যে এক চীনা নারীর উলঙ্গ ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া। ছবিতে দেখা যাচ্ছে ওই মহিলা থাইল্যান্ড বিমানবন্দরে শৌচালয় ব্যবহার করার সময় উলঙ্গ হয়েছিলেন। বেশ সেই ছবিই ছড়িয়ে যায় ইন্টারনেটে। এদিকে নয়া আইন জারির প্রস্তাব করে থাইল্যান্ড সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে আর উলঙ্গতা নৈব নৈব চ। কারণ থাইল্যান্ডে উলঙ্গতা আইনত অপরাধ।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব