প্রাত্যহিক জীবনে প্রযুক্তির ব্যবহার হু হু করে বাড়ছে। অন্যদিকে ব্যস্ত জীবনে স্বাস্থ্য নিয়েও উদ্বেগের শেষ নেই। বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কমাতে পরিধেয় বিভিন্ন সামগ্রীতে প্রযুক্তিনির্ভর সেবা আনছে বিভিন্ন কোম্পানি। মেইল অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, এবার নতুন এক ধরনের ব্রা আসছে। এই ব্রা স্তন ক্যান্সার প্রতিরোধে কাজ করবে। নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই ব্রা উদ্ভাবন করছেন। এই বক্ষবন্ধনীর মাধ্যমে ক্যান্সারবিরোধী ওষুধ গ্রহণ করা যাবে। একই সঙ্গে স্তন ক্যান্সারের ঝুঁকি সম্পর্কেও সচেতন করবে এটি।
লন্ডনের সেন্ট্রাল সেন্ট মার্টিন্সের শিক্ষার্থী সারাহ দ্য কোস্তা এই ব্রা নিয়ে কাজ করেছেন। নারীদের অন্তর্বাস ব্র্যান্ড প্রভোকেচার তাকে সহায়তা করেছেন। গবেষক দলের প্রধান প্রফেসর তিলক দিয়াস বলেন, 'আমি মনে করি পরিধানযোগ্য প্রযুক্তির মাধ্যমে দ্বিতীয় শিল্প বিপ্লবের শুরু হবে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অন্তর্বাসের বৃহত্তম খুচরা বিক্রেতা ভিক্টোরিয়া’স সিক্রেট নতুন ব্রা বাজারে আনে যেটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- এর মাধ্যমে হৃৎস্পন্দনের হার পর্যবেক্ষণ করা যায়। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক পোশাক বিক্রেতা রালফ লাউরেন চলতি বছরেই স্পোর্টস টপ আনবে যাতে হার্ট রেট, পেশীর আন্দোলন এবং ক্যালোরি খরচ নিরীক্ষণ করা যাবে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ২০১৫/শরীফ