দাঁত দিয়ে এক টন ওজনের একটি গাড়ি টানার ঘটনা শুনলে চোখ চীনে কপালে ওঠারই কথা। তারওপর গাড়িটি টেনেছেন একজন নারী। ৮১ বছর ওই চীনা নারী কেবল গাড়িই টানেননি, গাড়িতে তার বন্ধুসহ আরও তিনজন মানুষ ছিলেন। খবর এক্সপ্রেস নিউজ।
বাহাদুর নারীর নাম ওয়াং জিয়াওবি। ব্রিটেনে অনুষ্ঠিত খেলা ‘ব্রিটেনস গট ট্যালেন্ট’এর আদলে আয়োজিত ‘অ্যামেজিং চাইনিজ’ নামের এই খেলায় অংশ নেন তিনি। দাঁত দিয়ে গাড়িটিকে দুই মিটার দূরত্বে টেনে নেন ওয়াং। আর এ কাজে তার সময় লাগে মাত্র ৩৮ সেকেন্ড।
চীনের উত্তরের হ্যাংডং এলাকায় আয়োজিত এই খেলায় চ্যাম্পিয়ন হন ওয়াং জিয়াওবি। তিনি বলেন, শরীর এবং মন সুস্থ থাকলে একাজ করাটা কোন ব্যাপার নয়। আমি মনে করি না যে, আমি এখনকার চিন্তা-ভাবনা এবং মনের শক্তির সঙ্গে আমার তরুণী বয়সের কোন পার্থক্য আছে।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ, ২০১৫/ রশিদা