একটু আড়াল কিংবা দেয়াল ঘেষা কোন জায়গা পেলেই ব্যস্ত নগরীর মানুষরা মুত্র বিসর্জনে দাঁড়িয়ে যান। 'দেয়ালে প্রস্রাব করিবেন না' লেখা থাকলে দেখা যায় সেই দেয়ালই সবসময় ভেজা থাকে। সবচেয়ে বেশি দুর্গন্ধযুক্ত থাকে। উপায়ও নেই, কারণ পর্যাপ্ত শৌচাগার নেই। এটা বাংলাদেশে খুব স্বাভাবিক একটি বিষয়। কিন্তু উন্নত বিশ্বেও কি এ সমস্যা আছে? উত্তর হল- আছে। আর আছে বলেই জার্মানির হামবার্গের অধিবাসীরা এই অনাকাংখিত ঘটনা ঠেকাতে এক অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন।
নতুন এ পদ্ধতিতে দেয়ালে প্রস্রাব করলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মুত্র সেই ব্যক্তির দিকে সমান গতিতে ফিরে আসবে। বাকিটা আর বলার অপেক্ষা রাখে না।
জার্মানির হামবার্গের অধিবাসীরা দেয়ালে মুত্রত্যাগ রুখতে দেয়ালে স্প্রে করছেন আলট্রা ইভার ড্রাই লিকিউড। এটি একটি হাইড্রোফোবিক কোটিং। পানি এর ওপর ধরে না। দেওয়ালে যে গতিতে পানি পড়বে ততোধিক গতিতে ছিটকে পড়বে চারদিকে। এর ফলে প্রসাব করলে জামা কাপড় নষ্ট হওয়াটাই স্বাভাবিক।
এই কৌশল অবলম্বন করে দারুণ ফল পেয়েছেন বলে দাবি করেছেন হামবার্গের অধিবাসীরা। সূত্র- ওয়েবসাইট।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৫/ এস আহমেদ