বর্তমান সময়ে একটার সাথে আরেকটা জিনিস ফ্রি এমন বিজ্ঞাপন গণমাধ্যমে প্রায় দেখা যায়। কিন্তু কখনো কি শুনেছেন বাড়ি কিনলে বউ ফি! চমকে উঠলেন নাকি। নিজের কাছে অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞাপনের এই গল্পটা কিন্তু সত্যি। আর এমনই এক দুনিয়া কাঁপনো বিজ্ঞাপন প্রচারিত হয়েছে ইন্দোনেশিয়ান একটি প্রপার্টি ওয়েবসাইটে।
আর অভিনব ওই বিজ্ঞাপনটি প্রচার করে রুহাহদিজুয়ালডটকম (Ruhahdijual.com) নামের ওয়েবসাইটির রাতারাতি সংবাদমাধ্যমেরও আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
এখন জেনে নেওয়া যাক কি ছিল ওই অদ্ভুত বিজ্ঞাপনে। বিজ্ঞাপনে প্রদর্শিত স্লেমান শহরের ওই একতলা বাড়িটির রয়েছে ২ বেডরুম, ২ বাথরুম, পার্কিং লট এবং মাছ ধরার পুকুর সমেত খোলামেলা আঙিনা। আর দাম ধরা হয়েছে ৭৫ হাজার ডলার। সবকিছু এ পর্যন্ত ঠিকঠাক ছিল। চমকটা ছিল বিজ্ঞাপনের পরের লাইনে।
যেখানে বলা হয়েছে, ‘দরদাম করে বাড়িটি কিনুন এবং বাড়ির মালিককে আপনার বউ হিসেবে নিয়ে নিন (শর্তাবলী প্রযোজ্য)’। এমনকি বিজ্ঞাপনের সঙ্গে উইনা লিয়া নামে বাড়ির কর্ত্রীর ছবিও রয়েছে।
জানা যায়, ৪০ বছর বয়সী বিধবা লিয়া দুই সন্তানের জননী এবং একটি বিউটি পার্লারের মালিক। অর্থের প্রয়োজনে নিজের বাড়িটি বিক্রি করতে চাইছিলেন তিনি। অবার দ্বিতীয়বার বিয়ে পিঁড়িতে বসার ইচ্ছে আছে তার। আর দুটি কাজ একসাথে সারতে অভিনব এ বিজ্ঞাপন প্রচার করেন তিনি।
লিয়ার মতে, ‘এতে বাড়ি বিক্রি তো হবেই, সঙ্গে সেই বাড়ির মালিক তিনি নিজেই (ক্রেতা স্বামী হলে) থেকে গেলেন‘। আরও মজার ব্যাপার হলো, ইতোমধ্যে সম্ভাব্য ক্রেতাও পেয়ে গেছেন বলে জানিয়েছেন লিয়া। তবে তার সম্ভাব্য ক্রেতা-স্বামীর ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চাননি।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৫/মাহবুব