৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশেষ উড়ান চালাল এয়ার ইন্ডিয়া। ওই দিন সব নারীকর্মী নিয়ে উড়ল এয়ার ইন্ডিয়ার চারটি বিমান। এর আগে, ১৯৮৫ সালে প্রথমবার সব নারীকর্মী নিয়ে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান।
রবিবার দুটি আন্তর্জাতিক বিমান চালানো হয়েছে। দিল্লি-মেলবোর্ন ও মুম্বই-মাসকাট-মুম্বই বিমান চালানো হয়েছে। এছাড়া দেশের মধ্যে মুম্বই-দিল্লি ও দিল্লি-যোধপুর-মুম্বই বিমান চলল নারীকর্মীদের নিয়ে। এদিন দিল্লি-মেলবোর্ন বিমানের ককপিটে এমন দুই নারীকর্মী ছিলেন, যারা প্রথম যে নারী কর্মীদের বিমান উড়েছিল তাতেও ছিলেন।
এছাড়াও এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এদিন একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৫/মাহবুব