ঠাকুরগাঁওয়ে দুই বছরের ছেলের সঙ্গে এক বছরের মেয়ের বিয়ে দিতে গিয়ে আটক হয়েছেন এক দম্পতি। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সালন্দর শাহীনগর তেলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, তেলীপাড়া গ্রামের সালাম মিয়া (৬৫) তার দুই ছেলেকে তাদের ছেলে-মেয়ের বিয়ে দেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী বড় ছেলে মানিকের এক বছরের মেয়ে জুঁই ও ছোট ছেলে বিপ্লবের দুই বছরের ছেলে নূরের মধ্যে বিয়ে দেওয়ার আয়োজন করা হয়।
এর সংবাদ পেয়ে পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে মেয়ের বাবা মানিক ও তার স্ত্রী রেখাকে আটক করে। এসময় ছেলের বাবা বিপ্লব ও তার স্ত্রী বেবী আক্তার পালিয়ে যায়। এলাকাবাসী সাদেক জানায়, সালাম মিয়ার সম্পত্তি যেন অন্যের হাতে না যায় সে জন্যই তারা এ উদ্যোগ নিয়েছিল।
এ প্রসঙ্গে সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী জানান, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। আমরা ইউনিয়ন পরিষদ থেকে বাল্যবিবাহ রোধে সচেতনতামুলক কাজ করে যাচ্ছি।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ ২০১৫/শরীফ