বিয়ের আসরে কনে বরকে ১৫ এর সঙ্গে ৬ যোগ করলে কত হয় তার উত্তর দিতে বলেছিল। বরের উত্তর ১৭। সঙ্গে সঙ্গে আসরেই বিয়ে বাতিল করলেন কনে। ভারতের উত্তর প্রদেশের রসুলাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, সহজ এই অঙ্কের ভুল উত্তর দেয়ায় বর অশিক্ষিত বলে কনে বিয়ে বাতিল করে দেয়। বরপক্ষ কনেকে অনেক ভাবে বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হয়।
পরে স্থানীয় পুলিশের মধ্যস্থতায় উভয় পরিবারের মধ্যে সমঝোতা হয় এবং দুই পরিবার বিয়ের আগে আদান-প্রদান করা উপহার ফেরত দেয়।
গ্রামের মোহর সিং তার মেয়ে লাভলির বিয়ে রাম বরণ নামে এক ব্যক্তির সঙ্গে ঠিক করেন।
মোহর সিং বিবিসি’কে বলেন, 'বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে লাভলি জানতে পারে রাম বরণ অশিক্ষিত এবং সে অশিক্ষিত কাউকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বর যে পড়াশুনা জানে না সেটা তার পরিবার আমাদের জানায়নি।''
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৫/ এস আহমেদ