প্রতি কেজি চালের দাম মাত্র ২ টাকা। শুনেই হয়তো হবাক হলেন। হবেনই তো, কারণ ২০/৩০ টাকায় যেখানে ১ কেজি চাল পাওয়া যায় না সেখানে প্রতি কেজি চাল ২ টাকায়। তবে এটা কিন্তু আমাদের দেশে নয়। প্রতিবেশি দেশ ভারতে। আরও স্পষ্ট করে যদি বলি সেটা হলো কলকাতায়। আর এই সুবিধার পুরোটায় পাচ্ছে যৌনকর্মীরা।
শনিবার কলকাতায় যৌনকর্মীদের জন্য ২ টাকা কেজি দরে চাল দেওয়ার প্রকল্প শুরু করেছে রাজ্যের খাদ্য দপ্তর৷ জঙ্গলমহল, আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা, সিঙ্গুরের অনিচ্ছুক চাষী, বন্ধ চা-বাগানের শ্রমিকের মতো প্রায় সোয়া ৩ কোটি মানুষের জন্য বছর চারেক ধরে যে প্রকল্প চালিয়ে আসছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এ বার সেই তালিকায় সংযোজন করা হল যৌনকর্মীদেরও৷ দেশটির মানুষের ধারণা, এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস নির্বাচনে যে রাজনৈতিক সুবিধা পেয়ে এসেছে, তাতে যৌনকর্মীদের আনার ফলেও তা আরও বাড়বে বলেই মনে করছেন শাসক দলের নেতারা৷
বিডি-প্রতিদিন/১৪, মার্চ, ২০১৫/মাহবুব