ভারতে ১১ বছরের এক মেয়েকে তার প্রতিবেশী চিকিৎসক নিজের পোষা কুকুর লেলিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাইনি নামের ওই চিকিৎসক তার বাসার কাছেই দেহরাদুনে রায়পুর রোডের অভিজাত এলাকায় একটি ক্লিনিক চালান। খবর টাইমস অব ইন্ডিয়ার
তবে ড. সাইনি ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, 'আমি ভুল কিছু করিনি। যদি ওই মেয়ের পরিবারের কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেন।'
তিনি আরো বলেন, 'বাচ্চারা তার বাসার কাছেই ক্রিকেট খেলে এবং তাদের খেলার বল কখনো কখনো কুকুরের চলার পথে চলে আসে। এতে করে কুকুরটি উত্তেজিত হয়ে ওঠে। তাই কুকুরটি লাফিয়ে উঠলে মেয়েটি পড়ে গিয়ে আঘাত পায়। কুকুরের কামড়ে সে আহত হয়নি।'
মেয়েটির মা রাধা মিশ্র বলেন, 'কুকুরটি আমার মেয়ের বা উরুতে কামড় দিয়েছে এবং তার ওই ক্ষত জায়গায় সেলাই দিতে হয়েছে। ড. সাইনি আমার মেয়ের চিকিৎসা খরচ দিতে চেয়েছেন। কিন্তু তিনি যদি তার হিংস্র ৪টি কুকুরকে এ এলাকা থেকে অন্যত্র না নিয়ে যান তাহলে এগুলো অন্যদের আক্রমণ করতে পারে। এর আগেও ওই কুকুরগুলো ২ জনকে কামড় দিয়েছে। এছাড়া কুকুরগুলো ১টি গরু এবং গাধাকেও কামড় দিয়েছিল।'
স্থানীয় এলাকাবাসীরা এ ঘটনার প্রতিবাদ করেছেন। ড. সাইনির কাছে কুকুর পোষার লাইসেন্সও নেই বলে তারা জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৫/শরীফ