বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে মাঠে থাকছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর! অবাক হচ্ছেন? আগামী বৃহস্পতিবার মেলবোর্নে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দুই দেশ একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। মাঠে প্রতিপক্ষ হলেও দু'দলের ক্রিকেটাররাই গাইবেন কবিগুরুর গান। নিজেদের দেশের জাতীয় সঙ্গীত। দুটো গানই যে কবিগুরুর লেখা। অর্থাৎ, তিনি না থেকেও আছেন।
ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের রসায়নটা খুব একটা খারাপ নয়। দুই প্রতিবেশী দেশই একে অপরের বন্ধু বলে সুনাম রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানও দুই দেশে জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে। "জন গণ মন" ও "আমার সোনার বাংলা" গানই খেলতে নামার আগে গেয়ে জেতার শপথ নেবেন ধোনি, কোহলি, শাকিব ও মুশফিকরা। এ পর্যন্ত বিশ্বকাপে ভারত-বাংলাদেশ দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছে এবং দুটি দলই একটি করে ম্যাচ জিতেছে। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে ভারত পরাজিত হয়। ২০১১ সালে বিশ্বকাপে অবশ্য বাংলাদেশকে একতরফাভাবে পরাজিত করে ধোনি বাহিনী। বৃহস্পতিবার কোন দল নিজেদের জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৫/ এস আহমেদ