শিরোনাম
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
- ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
- প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড, দ্রুততম মানবী সুমাইয়া
- ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন
- জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
- অজিদের লজ্জায় ডুবিয়ে সিরিজ ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা
- শরীয়তপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও নেই ইলিশ
লোহার অন্তর্বাস পরে বিপাকে তরুণী!
অনলাইন ডেস্ক:
অনলাইন ভার্সন

নারীর হয়রানির শিকার হওয়ার বিষয়টিই তুলে ধরা হয়েছে এ প্রতিবাদে। মূলত যৌন হয়রানির প্রতিবাদ হিসেবেই লোহার অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন আফগানিস্তানের শিল্পী কুবরা খাদেমি।
কিন্তু এরপর থেকে মোটামুটি পালিয়েই আছেন তিনি। কারণ প্রতিদিনই ফোনে কিংবা ই-মেইলে আসছে মৌলবাদীদের হত্যার হুমকি। অবশ্যই এটিকে আফগানিস্তানের বাস্তবতা মেনে খাদেমি বলছেন, “তুমি ক্ষুব্ধ ঠিক আছে। কিন্তু আমি এভাবেই কাজ করি এবং আমি থামছি না”।
কুবরা খাদেমি নারীরা যেসব যৌন হয়রানির শিকার হন তা তুলে ধরতেই রাস্তায় নেমেছিলেন লোহার অন্তর্বাস পরে। মূল পোশাকের উপরেই তিনি স্তন ও পেট আবৃত করেছিলেন লোহার বন্ধনী দিয়ে। আর নিতম্বের দিকটাও আরেকটি লোহার বন্ধনী দিয়ে আবৃত ছিল তার। পরিকল্পনা ছিল যে তিনি দশ মিনিট রাস্তায় হাঁটবেন। কিন্তু আট মিনিট যেতে না যেতে ক্রুদ্ধ জনতার কারণে তাকে গাড়িতে ফিরে যেতে হয়।
লোকজন তাকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুঁড়ছিল। এমনটি শিশুরাও চিৎকার করছিলো। খাদেমি তার পারফরমেন্সের কারণ ব্যাখ্যা করে বলেন, "আফগানিস্তানে এমনকি বোরকাও কোন সুরক্ষা দিতে পারছে না। এমনকি পুরো শরীর আবৃত রাখলেও হয়রানির শিকার হতে হয়"। কিন্তু এখন প্রতিনিয়তই ফোনে, ই-মেইলে মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি।
একটি গোপন স্থান থেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বক্ষ ও নিতম্বের জন্য লোহার বন্ধনীর ডিজাইন নিজেই করেছেন বলে জানান। তিনি বলেন, পুরুষেরা নারীর এসব দিকই দেখে। পরে পারফরমেন্স প্রদর্শনের জন্য তিনি কাবুলের ব্যস্ত একটি সড়কে যান যেখানে শিক্ষার্থী থাকার সময় নিজেই হয়রানির শিকার হয়েছিলেন।
সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, “আমি চিৎকার দিয়েছিলাম। সবাই তাকিয়ে দেখছিলো এবং এমনভাবে তাকাচ্ছিলো যে কত সাহস তোমার তুমি চিৎকার দিচ্ছো। তখন কেউ আমার পাশে দাঁড়ায়নি বরং আমাকেই উল্টো দোষ দিচ্ছিলো।” বিবিসি বাংলা।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৫/ রশিদা
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর