মানুষ হত্যা করলেও যেখানে ২০ বছর সাজা হয় না ডিম চুরির দায়ে সেই শাস্তি! এক দুই জনকে নয় ডিম চুরির দায়ে ২০ বছর সাজা দেওয়া হলো ১৯ সরকারি কর্মকর্তাকে। তবে ডিম চুরি কিন্তু ১০০ কিংবা ২০০ নয়, ৮০ লাখ। আর এমনই ঘটনা ঘটেছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত কিউবায়। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তারা কিউবার সরকার পরিচালিত কয়েকটি ফার্ম থেকে ডিমগুলো চুরি করেছিল। যার জন্য সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে সাড়ে তিন লাখ ডলার। ওই ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা হিসাব, জাল রশিদ এবং কালোবাজারি অভিযুক্ত করা হয়েছে।
কিউবান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১২ সালের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত ওই ফার্ম থেকে ৮০ লাখ ডিম চুরি যায়।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৫/মাহবুব