মানুষের মল আর ঘরের বর্জ্যকে জ্বালানি হিসেবে ব্যবহার করে চলবে বাস। এতে একসঙ্গে হবে জ্বালানি সাশ্রয় ও বর্জ্য পরিষ্কার। বাসটির ১৫ মিনিটের পথে এটি ৩২ হাজার ঘরের বর্জ্য ব্যবহার করবে। এ মাসের শেষ নাগাদ যুক্তরাজ্যে চালু হবে বাসটি।
২৫ মার্চ থেকে যাত্রা শুরু করা এ বাস সপ্তাহে চারদিন চলবে এবং এটি সফল হলে কর্তৃপক্ষ মলচালিত আরও বাস চালু করবে বলে জানিয়েছে। নতুন এ বাসে ৪০টি সিট রয়েছে।
জানা গেছে, মানুষের মল এবং খাবারের উচ্ছিষ্ট পরিবর্তিত হয়ে বায়োমিথেন গ্যাসে পরিবর্তিত হয়ে এ বাসে জ্বালানি সরবারহ করবে।
গত সপ্তাহে কর্তৃপক্ষ প্রথমবারের মত বাসটি জনসম্মুখে নিয়ে আসেন।
বাস নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জেমস ফ্রি ম্যান বলেন, 'গত বছর বাসটির কথা জনসম্মুখে প্রকাশ করা হয়েছিল। তখন বিশ্বব্যাপী তুমুল সাড়া পড়েছিল। এবার বাসটিকে রাস্তায় নামাতে পেরে সত্যিই আমরা খুব আনন্দিত।'
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৫/ এস আহমেদ