ভিয়েতনামের হো চি মিন শহরে বিশালাকৃতির এক ঘুড়ির আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর গালফ নিউজ।
জানা যায়, রবিবার মায়ের সঙ্গে পানীয় বিক্রিতে সাহায্য করতে শহরের ঘড়ি উড়ানোর মাঠে গিয়েছিল ৫ বছর বয়সী ভান মিন দাত। হঠাৎ ৬০ ফুট লম্বা একটি ঘুড়ি এসে তার উপর পড়ে। এতে শিশুটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
ঘুড়ি ওড়ানো উৎসবে হো চি মিনের সাইগন ক্লাব এই ঘুড়িটি আকাশে উড়িয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ঠিকমত একে উড়ানো যাচ্ছিল না। এর আগেও বেশ কয়েকবার এটি মাটিতে পড়ে যায়।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রশিদা