যে সব নারী-পুরুষ নতুন বিয়ে করেছেন তাদের ট্রেনের টিকিট ফ্রি দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর বনানীতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে সকল ৯টার দিকে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক ইতিহাস নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
রেলমন্ত্রী বলেন, নব বিবাহিত পুরুষ কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন স্ত্রীকে নিয়ে আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণের টিকেট দেওয়া হবে। যেখানে খুশি সেখানে যেতে পারবেন নব বিবাহিত দম্পতিরা। আর পুরানোদের মধ্যেও যদি কেউ এ সুযোগ চান তাহলে তাও দেওয়া যাবে।
তিনি আরও বলেন, রেল সবার জন্যই। তবে নতুন বিয়ে করেছেন যারা, তাদের জন্য রেল ভ্রমণে যেখানে যেতে চান আমার পক্ষ থেকে সে দরজা খোলা আছে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট আনোয়ারা বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইসরাফিল আলম এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়) জিকরুর রেজা খানম, উপাচার্য প্রফেসার এম মাহবুবুর রহমান, ট্রাস্টি সদস্য গোলাম সারোয়ার কবির প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৫/মাহবুব