স্কুলে পরীক্ষা। কিন্তু মেয়ে যেতে নারাজ। কিন্তু পিতা নাছোড়বান্দা। এজন্য নিজের আট বছর বয়সী মেয়েকে মোটরসাইকেলের পেছনে রশি দিয়ে বেঁধে স্কুলে নিয়েছেন এক পিতা। বর্তমান সভ্য সমাজে এই নির্মম ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলায়।
এ ঘটনার পর তিন ছেলে ও দুই মেয়ের জনক ৪০ বছর বয়সী ওই পিতাকে আটক করে পুলিশ। বর্তমানে অবশ্য তিনি জামিনে আছেন।
পিতার বরাত দিয়ে পুলিশ বলেছে, নিজের ছোট মেয়েকে স্কুলে নিতে ওই ব্যক্তি অনেক চেষ্টা করেছেন। এমনকি মেয়েকে স্কুলে নিতে মিষ্টি ও উপহারের প্রলোভন দেখিয়েছেন। কিন্তু তাতেও রাজি না হওয়ায় মোটরসাইকেলের পেছনে রশি দিয়ে বেঁধে স্কুলে নিয়েছেন ওই পিতা।
জানা যায়, মেয়েটি মোটরসাইকেলে বাঁধা থাকা অবস্থায় পথচারীরা ছবি তুলে, যা পরে পুলিশের হাতে পৌঁছায়। পুলিশ ৪০ বছর বয়সি ওই বাবাকে গ্রেফতার করে। অবশ্য তিনি এখন জামিনে মুক্ত।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৫/মাহবুব