বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে স্ত্রীর। এই সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে অন্তর্বাস পরিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটতে বাধ্য করল স্বামী। ঘটনাটি ঘটেছে চীনে। ৩৩ বছরের ওয়াং নিকে প্রথমে মারধর করে তার স্বামী। পরে তাকে রাস্তায় অন্তর্বাস পরিয়ে হাঁটতে বাধ্য করে। শুধু তাই নয়, এ সময় স্ত্রীকে একটি পোস্টার বয়ে নিয়ে যেতেও বাধ্য করা হয়। সেখানে লেখা ছিল- 'আমি আমার শরীর বিক্রি করতে চাই'।
ওই স্বামীর নাম ঝ্যাং। ৩৭ বছরের ঝ্যাং নেশার চোটে স্ত্রীকে এই চরম লাঞ্ছনা করে বলে জানা গেছে। চিনের ইয়ুসান কাউন্টির রাস্তায় ওয়াং নিকে ওইভাবে অন্তর্বাস পরিয়ে, পোস্টার ঝুলিয়ে হাঁটান ঝ্যাং।
জানা গেছে, ওই দম্পতির ২ বছর আগে বিয়ে হয়েছিল। তাদের দুটি কন্যাসন্তানও রয়েছে। ঝ্যাং তার কাজেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। তাই স্ত্রী ও সন্তানকে সময় দিতে পারেন না। তার স্ত্রী এজন্য সন্তানদের নিয়ে অন্য একটি কাউন্টিতে থাকেন।
ওই দম্পতির ঘনিষ্ঠরা জানিয়েছেন, পুত্র সন্তান না হওয়ায় ঝ্যাং স্ত্রীকে দোষারোপ করত। এই ঘটনার পর অবশ্য স্থানীয় একটি দৈনিকের মাধ্যমে স্ত্রীর অবমাননার জন্য ক্ষমাপ্রার্থনা করেছে ঝ্যাং।
বিডি-প্রতিদিন/১১ জুলাই ২০১৫/ এস আহমেদ