ক্রাইমিয়ার উত্তর-পূর্বে একটি কৃত্রিমভাবে তৈরি দ্বীপে গাঁজা উৎপাদনের এক খামারের সন্ধান পেয়েছে পুলিশ। খবর রুশ ওয়েবসাইট। ওয়েবসাইটটি জানায়, ২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত খামারটিতে প্রায় ৫০০টি গাঁজার গাছ সারিবদ্ধভাবে লাগানো ছিল। এগুলো যেন মানুষের চোখে না পড়ে সে জন্য দুপাশে পরিকল্পিতভাবে রাখা হয়েছিল উঁচু উঁচু অন্য সব গাছের সারি। এই দ্বীপটি সিভাশ এলাকায় একটি অগভীর হ্রদের মধ্যে অবস্থিত।
খামারের পাহারায় নিয়োজিত রক্ষীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গাঁজার গাছগুলো প্রায় এক মানুষ সমান লম্বা ছিল। এ খবর বেরুনোর পর রুশ সংবাদ মাধ্যম দ্বীপটিকে 'ক্যানাবিস আইল্যান্ড' বলে আখ্যায়িত করে।
জানা গেছে, খামারটি খুঁজে পাওয়ার একদিন পরই পুলিশ এই দ্বীপটির উল্টো দিকে মূলভূমির তীরেই আরও বড় আকারের দুটো গাঁজার খামার খুঁজে পায়। এ দুটোতে ছিল আরও ১ হাজার গাছ। তবে রাশিয়া টুয়েন্টি ফোর নামের একটি টিভি চ্যানেল জানিয়েছে, সবগুলো গাছই ধ্বংস করে ফেলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ জুলাই, ২০১৫/ রশিদা