একশ চার বছরের এক বৃদ্ধার নিতম্বের সফল আংশিক প্রতিস্থাপন সার্জারি করে বিশ্ব রেকর্ড গড়লেন দিল্লির নয়ডার একটি বেসরকারি হাসাপাতাল। এর আগে, সবচেয়ে বেশি বয়সে এ ধরনের সার্জারির সম্মুখীন হয়ে ছিলেন গ্রেটার ম্যানচেস্টারের এডিথ ডিউহার্স্ট। সে সময় তার বয়স ছিল ১০৩ বছর।
মহাশ্বেতা দেবী নামের ওই বৃদ্ধা পড়ে যাওয়ার ফলে ভেঙে যায় তার নিতম্ব অঞ্চলের হাড়। ১৯১১ সালে জন্মগ্রহণ করে ছিলেন মহেশ্বেতা দেবী। পাঁচ সন্তানের মা এই বৃদ্ধা বহুদিনের ধরের বাতের ব্যাথায় ভুগছিলেন।
এরপর গত মে মাসে পড়ে গিয়ে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। গ্রেটার নয়ডার জয়পি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কার্ডিওলজিস্ট, চেস্ট স্পেশ্যালিস্ট, নেফ্রলজিস্টদের তত্ত্বাবধানে তার সারা শরীরের বিবিধ পরীক্ষা-নিরীক্ষা হয়। এই পরীক্ষাগুলির ফলের উপর নির্ভর করেই ডাক্তার সিদ্ধান্তে আসেন যে মহেশ্বেতা দেবী আংশিক নিতম্ব প্রতিস্থাপনের জন্য সম্পূর্ণ ফিট। কিছুদিন আগেই হয়ে গেল সার্জারি। ওয়াকারের সাহায্যে এখন দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি। ডাক্তাররা জানিয়েছেন আগামী ৫ দিনের মধ্যেই হাসপাতাল থেকে তিনি ছাড়া পাবেন।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৫/মাহবুব