প্রায় তিন সপ্তাহ আগে হারিয়ে যায় বাচ্চাটি। নাম জেসিকা প্যাটরেসিয়া। সাত বছর বয়সের মেয়েটি বাবা-মার সাথে তাইরোনা ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছিল। সেখান থেকেই হঠাৎ করে উধাও হয়ে যায় জেসিকা। খবর বিবিসি।
কয়েকশ' পুলিশ কর্মকর্তা উত্তর কলম্বিয়ার বিভিন্ন এলাকা তন্ন তন্ন করে খুঁজেও জেসিকাকে পায় না। হেলিকপ্টার দিয়েও খোঁজা হয়। অবশেষে ১৮ দিন পর কলম্বিয়ার একটি জঙ্গল থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
জেসিকাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই সময় একটি উড়োফোন থেকে মেয়েটি কোথায় আছে সে সম্পর্কে জানানো হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে ওই ফোনটি কে বা কারা করেছিল এবং মেয়েটিই বা এতদিন কোথায় ছিল।
পুলিশ জানিয়েছে, জেসিকার পায়ে কিছু ক্ষত রয়েছে যেটা দেখে ধারণা করা হচ্ছে হয়ত সে অনেকটা পথে হেঁটেছে।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৫/ রশিদা