ইংল্যান্ডের সেন্ট জোন্স উড শহরে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নিজস্ব বাড়ি রয়েছে। বাড়ির পাশেই এক ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছিলো ইংল্যান্ড ক্রিকেটাররা।
অনুশীলনের খবর পেয়ে ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে যোগ দেন টেন্ডুলকারের পুত্র ১৫ বছর বয়সী অর্জুন। পরে সেখানে ইংল্যান্ড বোলারদের পাশাপাশি বল হাতে স্বাগতিক ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করতে দেখা যায় অর্জুনকে।
অনুশীলনে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিষ্টার কুক, বেন স্টোকসের বিপক্ষে দীর্ঘক্ষণ বোলিং করেন অর্জুন। এ সময় প্রত্যেক ডেলিভারির পর অর্জুনের বোলিং নিয়ে পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের বোলিং কোচ ওটিস গিবসন।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৫/মাহবুব