বিক্ষোভ প্রকাশে দিন দিন নতুন মাত্রা যোগ হচ্ছে। ছাতার পর হংকংয়ে এবার বিক্ষোভের প্রতীক হয়েছে বক্ষবন্ধনী। বক্ষবন্ধনী পরে পুলিশি যৌন নির্যাতনের শিকার নারীর কারাদণ্ডের প্রতিবাদে রবিবার বিক্ষোভ করেন প্রায় দুইশ' নারী-পুরুষ।
চলতি বছরের মার্চে হংকংয়ে বিক্ষোভের সময় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন নাগ লাই-ইয়ং (৩০) নামে বিক্ষোভে অংশ নেওয়া এক নারী।
তবে উল্টো 'ইচ্ছাকৃতভাবে' ওই পুলিশ কর্মকর্তাকে প্রলুব্ধ করার অভিযোগে লাই-ইয়ংকে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। আদালত জানান, পরবর্তীতে যৌন নিপীড়নের অভিযোগ আনার উদ্দেশে লাই-ইয়ং ইচ্ছা করেই তার স্তন ওই পুলিশ কর্মকর্তার দিকে এগিয়ে দিয়েছিলেন।
এই 'অপরাধে' বৃহস্পতিবার আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
আদালতের এই রায়ের প্রতিবাদে পুলিশ সদর দফতরের বাইরে প্রায় দুইশ' মানুষ বক্ষবন্ধনী পরে বিক্ষোভ করেন। এ সময় তারা 'স্তন কোনো অস্ত্র নয়' বলে স্লোগান দিতে থাকেন।
তারা আদালতের রায়কে ‘হাস্যকর’ হিসেবেও অভিহিত করেন।
বিক্ষোভে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত শিক্ষক জেমস হন প্রথমবারের মতো বক্ষবন্ধনী পরেছেন উল্লেখ করে বার্তা সংস্থা এএফপিকে জানান, 'হাস্যকর এই বিচার সম্পর্কে বিশ্বকে জানাতেই আমরা এই অদ্ভুত পদ্ধতি বেছে নিয়েছি।'
বিক্ষোভে অংশ নেওয়া আরেক নারী জানান, 'এই বিচার অযৌক্তিক। স্তন কীভাবে অস্ত্র হয়?' সূত্র : বিবিসি, সিএনএন
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট ২০১৫/ এস আহমেদ