পোপ ফ্রান্সিস স্নেহভরে কিশোরীর কপালে চুমু দিলেন আর রোগমুক্তি ঘটলো ক্যানসার আক্রান্ত ১২ বছর বয়সী মেয়েটির। আর এমনটাই বিশ্বাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মানুষ।
নিউরোব্লাসটোমা (Neuroblastoma) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল কিশোরী। ডাক্তাররা প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন। কিন্তু একটা 'স্নেহ চুম্বন' বদলে দিল দৃশ্যপট। অালোর দিশা পেল ১২ বছরেরে গ্র্যাসি। বেঁচে থাকার অদম্য ইচ্ছা, হাজার হাজার মানুষের প্রার্থনা আর রোমান ক্যাথলিক চার্চের পোপের একটা স্নেহ চুম্বন তাকে ফিরিয়ে আনলো মৃত্যুর কাছ থেকে।
স্রষ্টায় ঈশ্বরে বিশ্বাস কিংবা নাস্তিক ভাবধারা, পোপের চুম্বনে ক্যানসার মুক্তির ঘটনা নিয়ে যতই দ্বিধা বিভক্ত হোক মানুষ, নিউ জার্সির মানুষের কাছে ধর্মীয় বিশ্বাস, ঈশ্বরই প্রাণ ফিরিয়ে দিলেন ১২ বছরের গ্র্যাসির।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি, ২০১৬/ রশিদা