দীর্ঘ ৭০ বছর পর। তিনি আবার ফিরে আসছেন। যাকে বলে, একেবারে স্ব-মহিমায়! ফিরে আসছে জার্মান একনায়ক অ্যাডলফ হিটলার আত্মজীবনী ‘মেইন কাম্ফ’ (আমার সংগ্রাম)। তাও একেবারে প্রকাশ্যে, খোলা বাজারে। যে কেউ কিনতে পারবেন, বেচতে পারবেন সেই আলোচিত-সমালোচিত আত্মজীবনী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের রচনার পাণ্ডুলিপির বর্তমান স্বত্বাধিকারী জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের অর্থ মন্ত্রণালয় ওই বইটির পুনর্মুদ্রণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
সেই কপিরাইটের মেয়াদ এবার ফুরিয়ে গেছে। ফলে ওই বইটি এবার যে কেউ ছাপতেও পারবে। টানা ৭০ বছর পর আগামী সপ্তাহে মিউনিখের ‘ইনস্টিটিউট অফ কনটেম্পোরারি হিস্ট্রি’ বইটির নতুন সংস্করণ বাজারে আনছে। আর বইটির সেই নতুন সংস্করণ একই সঙ্গে বহু দেশে প্রকাশিত হবে।
প্রসঙ্গত, ১৯২৫ সালের ১৮ জুলাই হিটলার প্রকাশ করেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ "মাইন কাম্ফ"। ঠিক হিটলারের ক্ষমতায় আসার ৮ বছর পূর্বে। মূলত নাৎসী শাসনামলে নির্যাতন আর নিপীড়নের শিকার যাদের হতে হয়েছিল, তাদের এবং তাদের স্বজনদের অনুভূতিকে তা আঘাত করতে পারে বলে হিটলারের আত্মজীবনী জার্মানীতে নিষিদ্ধ করা হয়েছিল। তবে তাই বলে বিদেশে এর প্রকাশনা কিন্তু বন্ধ থাকেনি।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব