প্রতি সপ্তাহে যারা একের চেয়ে বেশিবার পর্ন ভিডিও দেখেন তাদের ধর্মীয় বিশ্বাস বেশ দৃঢ় হয়! একটা সময়ের ব্যবধানে এমনটি ঘটে বলে এক নতুন গবেষণায় দেখা গেছে। যারা স্রেফ শখের বশে ফাঁকে ফাঁকে পর্ন মুভি দেখেন তাদের সঙ্গে তুলনায় এমন চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। খবর ইনডিপেনডেন্ট অনলাইনের
পর্ন ভিডিও দেখা ধর্মীয় বিশ্বাসকে কীভাবে প্রভাবিত করে তা জানার লক্ষ্যেই গবেষণাটি পরিচালিত হয়। স্যামুয়েল পেরি নামে একজন গবেষক এজন্য তেরশ' আমেরিকানের তথ্য উপাত্ত বিশ্লেষণ করেন। আর এ কাজে তিনি ছয় বছর সময় নেন। 'জার্নাল অব সেক্স রিসার্চ'এ সম্প্রতি গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে।
নতুন এ গবেষণায় প্রাপ্ত তথ্য পূর্ববর্তী সব গবেষণার চেয়ে ভিন্ন। ইতোপূর্বে পরিচালিত গবেষণায় বলা হয়েছে, যারা বেশি ধার্মিক তাদের মধ্যে পর্ন ভিডিও দেখার প্রবণতা কম থাকে।
অবশ্য স্যামুয়েল পেরির গবেষণায় বলা হয়েছে, যারা কখনোই পর্ন ভিডিও দেখেন না তারা সবচেয়ে বেশি ধার্মিক প্রকৃতির হন ও তাদের মাঝে ধর্মীয় বিশ্বাস নিয়ে ন্যূনতম সন্দেহ থাকে।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ