১৬ মে, ২০১৬ ০৯:৪০

১ মাছ মারার দায়ে ৩ জনের জেল!

অনলাইন ডেস্ক

১ মাছ মারার দায়ে ৩ জনের জেল!

বিলুপ্তপ্রায় 'পাপফিস' মাছ

বিলুপ্তপ্রায় একটি মাছ হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির নেভাদা রাজ্যে।ওই তিন ব্যক্তির প্রত্যেককে এক বছর করে জেল ও ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

খবরে বলা হয়, নেভাদা রাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের জলাধারে বিলুপ্তপ্রায় 'পাপফিস' নামের একটি মাছ ওই তিন ব্যক্তি মেরে ফেলে। এতে প্রাথমিকভাবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে স্টিফেন স্কুইনকেনড্রফ, এডগার রেয়ার ও ট্রেন্টন সার্জেন নামে ওই তিন জনকে আটক করা হয়।  গত ৩০ এপ্রিল ওই পার্কের বাইরে তিন ব্যক্তি খরগোশ শিকার করছিলো। শিকারের এক পর্যায়ে তারা বেড়া ভেঙ্গে পার্কের ভেতরে প্রবেশ করে।

পরে সেখানে তারা পাপফিসের জলাধারে বিয়ারের ক্যান ফেলে রাখে, সেখানে তাদের একজন বমি করে ও পরিধেয় বস্ত্র ফেলে যায়। পরে পার্কের লোকজন গিয়ে সেখানে একটি মাছকে মরে থাকতে দেখে। পরে সিসি টিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত হরা হয়।

উল্লেখ, বিলুপ্তপ্রায় মাছটির মোট ১১৫টি জীবিত আছে। এগুলো মারা গেলেই পৃথিবী থেকে মুছে যাবে এক প্রজাতির প্রাণীর অস্তিত্ব। খবর দ্য গার্ডিয়ানের

বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর