১৬ মে, ২০১৬ ১৩:৫০

ছয় পা বিশিষ্ট গরু!

দিনাজপুর প্রতিনিধি

ছয় পা বিশিষ্ট গরু!

অস্বাভাবিক অঙ্গ বা স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক হাত বা পা বিশিষ্ট মানুষের জন্মের কথা শুনে থাকি। আর এবার ছয় পা বিশিষ্ট একটি গরুর সন্ধান পাওয়া গেছে দিনাজপুরে। বিচিত্র এই গরুটির মালিক দরিদ্র কৃষক মমতাজ আলী।  

তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতয়ালীর আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর প্রফেসর পাড়ায়। তার ছয় পা বিশিষ্ট গরুটি দেখতে প্রায় প্রতিদিনই ভিড় করে কৌতূলী মানুষ।

এদিকে, গরুটিকে অনেকে বাজার দামের দ্বিগুণ দাম হাকিয়ে কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বলে মমতাজ আলী জানান।

তিনি জানান, গত তিন বছর ধরে তিনি গরুটি লালন করছেন। এটি তার গৃহেই জন্ম নেয়। অতিরিক্ত দুটি পা পেছনের প্রজনন অঙ্গের কাছ থেকে বেরিয়ে মাটি স্পর্শ করেছে। এছাড়া দুটি প্রজনন অঙ্গ রয়েছে। তবে এটি স্বাভাবিক গরুর মতো চলাচল ও খাবার খেতে পারে।

গরুটিকে কোনো চিকিৎসক দেখানো হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে মমতাজ আলী বলেন, 'আমি নিতান্তই একজন গরীব কৃষক। খুব কষ্ট করে জীবনযাপন করি। তাই এটিকে চিকিৎসক দেখাতে পারিনি।'

 

বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর