১৬ মে, ২০১৬ ১৮:০৬

এটিএম বুথে টাকার বদলে চকলেট!

অনলাইন ডেস্ক

এটিএম বুথে টাকার বদলে চকলেট!

টাকার জন্য এখন আর ব্যাংকে গিয়ে চেক নিয়ে লাইনে দাঁড়াতে হয় না। এটিএম বুথে কার্ড ঢুকিয়ে পিন টিপলেই বেরিয়ে আসে টাকা। আর এই ধারণাকে কাজে লাগিয়েই লন্ডনের একটি চকলেট উৎপাদন প্রতিষ্ঠান এটিএম বুথের মাধ্যমে চকলেট বিক্রির উদ্যোগ নিয়েছে। ওইসব বুথে কার্ড ঢুকালে টাকার পরিবর্তে বের হবে চকলেট।

এজন্য তারা লন্ডনে এরইমধ্যে কিছু বুথ বসানোর কাজ সম্পন্ন করেছে। ক্রিস্পি ক্রিম নামের ওই চকলেট উৎপাদন প্রতিষ্ঠান শীঘ্রই নতুন ধরনের একটি চকলেট বার বাজারে আনতে যাচ্ছে। আর নতুন চকলেটটিকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই অভিনব এই পদ্ধতি। মাত্র দুই ইউরো খরচ করলে ক্রেতার হাতে বুথ থেকে এসে যাবে মজাদার এই চকলেট বার। কিছুদিন পরে চকলেটটি বাজারজাত শুরু করবে প্রতিষ্ঠানটি। তার আগেই এটি সম্পর্কে মানুষকে নতুন ধরনের অভিজ্ঞতার সাধ দিতে এই কৌশল।
 
বিশেষভাবে প্রস্তুত করা এই এটিএম বুথের নাম দেওয়া হয়েছে 'হোল ইন দ্যা ওয়াল'। ক্রিস্পি ক্রিমের অভিনব আইডিয়াকে বেশ ভালোভাবেই নিয়েছেন ক্রেতারা। সূত্র: মিরর।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর