স্টাইলিস্ট পোশাক হোক বা ব্যাগ, দিল্লির রমণীদের কাছে প্রথম পছন্দ সরোজিনী নগর এবং জনপথ। আকর্ষণীয় জামা-কাপড়, জুতো, ব্যাগ কী নেই নেই এখানে? এই সব নজরকাড়া জিনিসের টানে এখানেই ছুটে আসেন তরুণীরাও।
এই বাজারে জিনিসের দাম সস্তা। এবার সরোজিনী আর জনপথের অভিজাত্যে জুড়ল আরও একটি পালক। এই দুই বাজার এলাকায় সংযোজিত হল ট্রায়াল রুম। ফুটপাতের উপর গজিয়ে ওঠা এই দুই মার্কেটে ট্রায়াল রুম নিয়ে এল ফ্যাশন অ্যাডভাইস অ্যাপ ‘স্টাইলডটমি’৷
'স্টাইলডটমি'র প্রতিষ্ঠাতা মেঘনা সারাওগি বলেন, 'নয়াদিল্লি মিউনিসিপল কাউন্সিলের কাছ থেকে আমরা ট্রায়াল রুম গড়ার অনুমতি নিয়েছি। জনপথে ট্রায়াল রুম গড়ার অনুমতি দিয়েছে পৌরসভা। যদিও নির্দিষ্ট কয়েকদিনের জন্যই এই ট্রায়াল রুম খোলা হচ্ছে। তবে এই আইডিয়া ইতোমধ্যেই হিট। যারা ট্রায়াল না দিয়ে জামা-কাপড় কিনতে দ্বিধা করেন, তারা বিশেষ করে এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন