দস্যু বীরাপ্পনের নামে থরথর করে কাঁপতো লোকে। মৃত্যুর পরও বিভিন্ন সময়ে আলোচনায় আসে নামটি। সেই বীরাপ্পন নাকি একসময় সুপারস্টার রজনীকান্তকে অপহরণের ছক কষেছিলেন। যদিও তা পরে বাস্তবায়িত হয়নি। খবর আনন্দবাজার পত্রিকার।
সম্প্রতি এই চমকপ্রদ তথ্যটি দিলেন ভারতীয় পরিচালক রামগোপাল ভার্মা। তিনি দাবি করেছেন, সামনেই আসছে তার পরিচালিত থ্রিলার ‘বীরাপ্পন’। ছবিটির চিত্রনাট্য এই দস্যুর বাস্তব জীবন এবং তাঁর মৃত্যুর পর প্রকাশিত বেশ কয়েকটি সাক্ষাৎকারের ভিত্তিতে লেখা হয়েছে। আর সেই গবেষণা থেকেই রামগোপাল এমন তথ্য পেয়েছেন। ছবিতেও এমন একটি দৃশ্য থাকবে বলে সূত্রের খবর।
চন্দনদস্যু বীরাপ্পন এক সময় কন্নড় ছবির সুপারস্টার রাজকুমারকে অপহরণ করেছিলেন। পরে অবশ্য কোনো ক্ষতি না করেই তাকে ছেড়েও দিয়েছিলেন। গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল ঘটনাটি।
এদিকে, পরিচালক রামগোপালের দেওয়া তথ্য মেনে নিতে রাজি নন অনেকেই। তাদের বক্তব্য হলো, অতীতেও বড়পর্দায় চমক আনতে রামগোপাল এমন অনেক উদ্ভট-অদ্ভুত তথ্যের জন্ম দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ