দিনের ব্যস্ত সময়। কেউ যাচ্ছেন অফিস তো কেউ রওনা দিয়েছেন স্কুল বা কলেজে। রাস্তা তখন ব্যস্ত। এমন সময় হঠাৎই থমকে গেল ট্রাফিক। লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল ছোট গাড়ি থেকে বড় বাস সবই।
রাস্তার মাঝে শুরু হয়ে গিয়েছে মারামারি। এখন আপনি ভাবছেন এ এবার বলার মতো খবর নাকি। অবাক হবেন যদি শোনেন এই 'অ্যাকশন' ছবির হিরো কারা।
অহি-নকুল সম্পর্ক কখনই সুবিধার হয় না। একে অপরের দু'চোখের বিষ। তাই দু'জনের দেখা হতেই শুরু হয়ে গেল মারপিট। রাস্তা জুড়ে যুদ্ধে মত্ত কিং কোবরা ও বেজি। যার 'এক ছোবলেই ছবি' হয়ে যায় পৃথিবী প্রায় সব প্রাণীই সে ভয় পায় এই একটি প্রাণীকে।
তাই চলতে থাকে পালাবার আপ্রাণ চেষ্টা। কিন্তু বেজিও ছাড়বার পাত্র নয়। একবার সুযোগ পেয়ে যেই না পালাতে গেল অমনি খপ করে সাপের টুঁটিটা কামড়ে ধরে সোজা চলে গেল নিজের এলাকায়।
আর এই অভাবনীয় 'অ্যাকশন' ছবি দেখতে রীতিমত যানজট তৈরি হয়ে গিয়েছিল রাস্তায়। আপনিও একবার দেখে নিন অহি-নকুলের সেই 'অ্যাকশন মুভি'।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৬/ হিমেল-০২