১৮ মে, ২০১৬ ১০:৫৭

লন্ডনের একটি রাস্তার নিচে সাড়ে ৬ হাজার টন স্বর্ণ!

অনলাইন ডেস্ক

লন্ডনের একটি রাস্তার নিচে সাড়ে ৬ হাজার টন স্বর্ণ!

লন্ডনের একটি রাস্তায় মাটির নিচে রয়েছে বিশ্বের বড় একটি স্বর্ণের মজুদ। এর পরিমাণ সাড়ে ৫ হাজার ১৩৪ টন। এগুলো ১২.৪ কেজির একেকটি বার আকারে পাঁচ লাখ স্বর্ণ বার রাখা আছে। এগুলো ব্যাংক অব ইংল্যান্ডের সাতটি ভল্টে মজুদ থাকা স্বর্ণ। প্রতিটি স্বর্ণ বারের দাম সাড়ে তিনলক্ষ পাউন্ড বা বাংলাদেশি চারকোটি টাকার বেশি। খবর বিবিসি বাংলার।

লন্ডনের থ্রেডনিডল স্ট্রিটের নিচে দুইটি তলার কয়েকটি ভল্টে স্বর্ণগুলো রাখা আছে। সেখানে জেপি মরগান এবং এইচএসবিসির মালিকানায় আরও ছয়টি ছোট আকারের ভল্ট রয়েছে, যেখানে এসব ব্যাংকের স্বর্ণ আছে। সব মিলিয়ে এই সড়কের নিচে স্বর্ণ আছে সাড়ে ৬ হাজার টনের বেশি। এর চেয়ে বেশি স্বর্ণ জমা আছে একমাত্র নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে।

অবশ্য এসব স্বর্ণের পুরোটার মালিক ব্যাংক বা ব্রিটেনের সরকার নয়। বেশিরভাগ স্বর্ণের মালিক বাণিজ্যিক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। সরকারি মালিকানা রয়েছে মোট স্বর্ণের দশভাগের একভাগ।

 

বিডি-প্রতিদিন/ ১৮ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর