স্বামী আরেক বিয়ে করলে প্রতিটি নারীর স্বভাবতই খারাপ লাগার কথা। শুধু খারাপ লাগা বললে ভুল হবে। এর জেরে একেক নারী একেক রকম কাণ্ড করে বসবেন। কেউ হয়তো স্বামীকে ডিভোর্স দিবেন আবার কেউ কষ্ট করে স্বামীর সঙ্গেই থাকার চেষ্টা করবেন। আবার কেউ কেউ বড়রকম ঝগড়া বাধিয়ে ফেলবেন বা আইনি পদক্ষেপ নেবেন। কিন্তু সৌদি আরবে এক নারী স্বামীর বিয়ের কথা শোনে তার বাড়িতে আগুন-ই লাগিয়ে দিলেন!
খবরে বলা হয়, ১০ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের ঘরে রয়েছে ছয়টি সন্তান। সব মিলিয়ে সুখেই দিন কাটছিল তাদের। কিন্তু সম্প্রতি হুট করে দ্বিতীয় বিয়ে করে মোবাইল ফোনে স্ত্রীকে সেই খবর দেন স্বামী। এ খবর শুনে কোনোভাবেই নিজেকে সামলাতে পারেননি স্ত্রী। ফলে গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেন তিনি। বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হানিমুন করছেন তার স্বামী।
পরে আগুন ভয়াবহ আকার ধারণ করলে ওই নারী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এ খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ওই নারীর পাঁচ বছর বয়সী এক সন্তান দগ্ধ হয়েছে। খবর গালফ নিউজের
বিডি-প্রতিদিন/২০ মে ২০১৬/শরীফ