গর্ভপাতকে দণ্ডনীয় অপরাধ বিবেচনা করে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের আইন প্রণেতারা। বিল অনুসারে, কোনো নারী গর্ভপাত করালে তাকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
ওকলাহোমার নতুন আইনে বলা হয়েছে, ‘মায়ের জীবন রক্ষার কারণ ব্যতিত কেউ কারো গর্ভপাত করানোর প্রমাণ পাওয়া গেলে এই গুরুতর অপরাধে তাকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।’ এখন বিলটি অঙ্গরাজ্যটির গভর্নর মেরি ফলিনের কাছে পাঠানো হবে। তিনিই এর চূড়ান্ত অনুমোদন দেবেন।
গর্ভপাতের সঙ্গে কোনো চিকিৎসক জড়িত থাকলে তার লাইসেন্স বাতিল করার বিধানও রাখা হয়েছে নতুন আইনে। লাইসেন্স বাতিল হলে তা আর পুনরায় অর্জন কিংবা নবায়ন করাতেও পারবেন না ওই চিকিৎসক। ওকলাহোমার আইন সভায় ৩৩-১২ ভোটে বিলটি পাস হয় বলে জানিয়েছে এপি।
বিডি-প্রতিদিন/ ২০ মে ১৬/ সালাহ উদ্দীন