ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য বাবারা বিশেষ করে মায়েরা কত কিছুই না করেন! গান শুনিয়ে, গল্প বলে, টিভি দেখিয়ে নানাভাবে শিশুদের খাওয়ানোর চেষ্টা করেন তারা। এত কিছু করা সত্ত্বেও শিশুরা খাবার খেতে চায় না। এরকম তিক্ত অথচ মধুর অভিজ্ঞতা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এক মা।
তিনি নিজের বাচ্চাকে খাওয়ানোর আগে সবজি ও ফলমূলগুলোকে বিভিন্ন আকৃতিতে সাজান যেন তার সন্তান তা দেখে খেতে আগ্রহী হয়।
সারাহ গঞ্জালেস নামে ওই মা কখনো সবজি ও ফলমূলগুলোকে মাছের মাথার আকৃতিতে, আবার কখনও সবজি দিয়ে হাঙ্গর কিংবা কচ্ছপ তৈরি করেন। আবার কখনো সন্তানের মনের অবস্থা বুঝে তৈরি করেন পাখি, হাতি, ঘোড়ার মত নানা প্রাণির আকৃতি। এতে তার বাচ্চারা খেতে চায় বলে তার মত।
সারাহ জানান, তিনি খেয়াল করে দেখেছেন যে তার সন্তানরা একেবারেই সবজি খেতে চায় না। কিন্তু সবজি কেটে থালায় কোনো কিছুর আকৃতি দিয়ে সাজিয়ে দিলে তারা তা আগ্রহের সঙ্গে খায়।
এদিকে, বাচ্চারা খেতে না চাইলে রাগারাগি না করে তাদেরকে কৌশল অবলম্বন করে খাওয়ানোর পরামর্শ দিয়েছেনস মিসেস সারাহ।
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৬/শরীফ